Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির সেমিনার-সমাবেশ, লাখো তারুণ্যের সমাগমের টার্গেট

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:২২

তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে বিএনপির কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো: বন্দরনগরী চট্টগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ ব্যানারে দু’দিনব্যাপী সেমিনার ও তারুণ্যের সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। প্রথম কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৯ মে) বিকেলে হবে সেমিনার। পরদিন নগরীর পলোগ্রাউন্ড মাঠে হবে ‘তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈরি রাজনৈতিক পরিস্থিতির অবসান হওয়ায় তারুণ্যের সমাবেশ নিয়ে চট্টগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ, উদ্দীপনা। গত ১৫ দিন ধরে বিরামহীন প্রচারণায় মুখর হয়ে উঠেছে বন্দরনগরী। সংগঠনগুলোর নেতারা ওয়ার্ডে-ওয়ার্ডে কর্মীসভা, সমাবেশ-মিছিল করেছেন। পোস্টার-ব্যানার আর মাইকিংয়ের মাধ্যমেও চলছে প্রচারণা।

বিজ্ঞাপন

নেতারা বলছেন, পলোগ্রাউন্ডের কর্মসূচিতে লাখো তারুণ্যের সমাবেশ ঘটাতে চান তারা। মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা মিলিয়ে অন্তত পাঁচ লাখ সমাগম ঘটানোর টার্গেট তাদের। তরুণ ভোটারদের বিএনপিমুখি করতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘সেমিনার ও তারুণ্যের সমাবেশের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। একেবারে সব নিয়ম মেনে আমরা কর্মসূচি পালন করছি। পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখা থেকে মাইক ব্যবহারের অনুমতি নিয়েছি। আর দুই সপ্তাহ ধরে আমরা যুবদল, পাশাপাশি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছি। তরুণ-যুবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। শনিবার পলোগ্রাউন্ড ময়দান লোকে লোকারণ্য হয়ে যাবে। লাখ, লাখ তরুণ সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী এ কর্মসূচি। আয়োজনের দায়িত্ব পেয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।

প্রথম কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুক্রবার (৯ মে) বিকেলে অনুষ্ঠিত হবে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক আব্দুল্লাহ্-আল-মামুন, কর্নেল ইউনিভার্সিটির প্রভাষক জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ইউনিভার্সিটি অব ডালাসের শিক্ষক শাফকাত রাব্বী এবং পাঠাও সিইও ফাহিম আহমেদ।

এরপর শনিবার (১০ মে) নগরীর পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা আছে বলে যুবদল নেতা মোহাম্মদ শাহেদ জানিয়েছেন।

চট্টগ্রামের পর ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে খুলনায়। আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। পরদিন ১৭ মে হবে সমাবেশ।

তৃতীয় পর্ব বগুড়ায় ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে। শেষ পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ মে, যেখানে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেমিনারগুলোতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা। এসব আয়োজনের মাধ্যমে জনগণের ভাবনা ও প্রত্যাশা সংগ্রহ করে দলীয় নীতি ও রূপরেখা আরও জনকল্যাণমুখী করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সারাবাংলা/আরডি/এইচআই

৩১ দফা তারেক রহমান বিএনপি বিএনপির সেমিনার