দুবাইয়ে থাকা বেনজীরের মেয়ের ফ্ল্যাট জব্দের আদেশ
৮ মে ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৪৯
ঢাকা: সাবেক আইজিপি বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইতে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আমিরাত এনবিডি ব্যাংকের দুটি হিসাব অবরুদ্ধ করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
জব্দের আদেশ পাওয়া ফ্ল্যাটটির বর্তমান মূল্য ৪০ লাখ দিরহাম; যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া দুই হিসাবে রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৯৭ দিরহাম রয়েছে।
আবেদনে বলা হয়, বাবার যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ক্ষেত্র থেকে পাঁচ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা অর্জন করেন রাইসার। তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগের তদন্ত চলছে। অনুসন্ধানে উঠে আসে যে, সংযুক্ত আরব আমিরাতে সম্পদ অর্জন করেছেন বেনজীরের স্ত্রী জিশান মির্জা, যার সুবিধা ভোগ করছেন রাইসা। বাংলাদেশের স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।
সারাবাংলা/আরএম/এমপি