বিচার বিভাগ সংস্কার বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান
৮ মে ২০২৫ ১৯:০৬ | আপডেট: ৮ মে ২০২৫ ২০:১৩
ঢাকা: বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
ড. আজিজ বলেন, বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। এরই মধ্যে বেশ কয়েকটি বাস্তবায়ন হয়েছে। পৃথক সচিবালয়সহ আরও কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় এসব কাজ বাস্তবায়নে সাংবাদিকরাও অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ। এতে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ও গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ অনুষ্ঠান বিভাগের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেকসিহ অন্যান্য কর্মকর্তারা। কর্মশালায় ৪০ জন সদস্য অংশ নেন।
সারাবাংলা/আরএম/এসআর