Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বম্ভরপুর ইউএনও’র প্রত্যাহার চায় ছাত্র-জনতা, প্রশাসনের আশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৪৪

ছাত্রজনতার লংমার্চ ও অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণের একদফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। পরে ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওকে বদলির আশ্বাস দেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয়দের আয়োজনে উপজেলার চালবন্দ পয়েন্ট থেকে একটি লংমার্চ কর্মসূচি শুরু করে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

পরে ঘটনাস্থলে এসে আন্দোলনারীদের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার।

বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওকে বদলির ব্যবস্থা করা হবে। এ সময় প্রশাসনের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪ মে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেন ছাত্রজনতা। এ সময় মানববন্ধন ইউএনওর পক্ষের লোকজন আন্দোলন কারীদের ওপর হামলা চালায়। এরপর আজকে ইউএনওকে প্রত্যাহারের একদফা দাবিতে আন্দোলনে নামে ছাত্রজনতা।

সারাবাংলা/এইচআই

ইউএনও'র প্রত্যাহার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর