Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বম্ভরপুর ইউএনও’র প্রত্যাহার চায় ছাত্র-জনতা, প্রশাসনের আশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৪৪

ছাত্রজনতার লংমার্চ ও অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণের একদফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। পরে ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওকে বদলির আশ্বাস দেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয়দের আয়োজনে উপজেলার চালবন্দ পয়েন্ট থেকে একটি লংমার্চ কর্মসূচি শুরু করে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে এসে আন্দোলনারীদের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার।

বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওকে বদলির ব্যবস্থা করা হবে। এ সময় প্রশাসনের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ৪ মে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেন ছাত্রজনতা। এ সময় মানববন্ধন ইউএনওর পক্ষের লোকজন আন্দোলন কারীদের ওপর হামলা চালায়। এরপর আজকে ইউএনওকে প্রত্যাহারের একদফা দাবিতে আন্দোলনে নামে ছাত্রজনতা।

সারাবাংলা/এইচআই

ইউএনও'র প্রত্যাহার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর