Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানবতার পাশে, একসাথে’ প্রতিপাদ্যে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৮ মে ২০২৫ ২২:৩৪

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকা: বর্ণাঢ্য নানা আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ধারণ করে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘মানবতার পাশে, একসাথে’।

বৃহস্পতিবার (৮ মে) সকালে সোসাইটির জাতীয় সদর দফতরে জাতীয় পতাকা, রেড ক্রসের পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

বিজ্ঞাপন

বিশেষ এই দিবস উপলক্ষ্যে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সোসাইটির জাতীয় সদর দফতর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সোসাইটির ১ হাজারেরও বেশি যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়। দিবস উপলক্ষ্যে সোসাইটির স্বেচ্ছাসেবকদের জন্য আয়োজিত দেয়াল লিখন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান। একইসঙ্গে রেড ক্রিসেন্ট রক্ত ‍দান কর্মসূচির আয়োজনে মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, জিন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠনকে আরও এগিয়ে নিতে যুব স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান সোসাইটির চেয়ারম্যান ডা. মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘মানবতার কল্যাণে সদা নিয়োজিত রেড ক্রিসেন্টকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষেতার সঙ্গে পরিচালিত করতে বিগত সময়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি আমরা।’

বিজ্ঞাপন

এ সময় সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুহাম্মদ সাইদুর রহমান, ডা. শেখ আবু জাফর ও ডা. মাহমুদা আলম মিতু, মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি, উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব স্বেচ্ছাসেবক, আইএফআরসি, আইসিআরসি এবং পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৮২৮ সালের ৮ মে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। প্রতিবছর মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হয়। জাতীয় সদর দফতরের পাশাপাশি সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিট উদযাপন করে দিবসটি।

সারাবাংলা/জিএস/এইচআই

একসাথে মানবতার পাশে রেড ক্রস রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট দিবস