Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে চট্টগ্রামে আলোচনা সভা

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৫ ১৯:৫১

আলোচনা সভা

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আলোচনা সভা শুরুর আগে র‌্যালি বের হয়। র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকরতা (পরিচালক) মো. সাঈদ হাসান।

বিজ্ঞাপন

ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল-উদ-দৌজা’র সভাপতিত্বে সভায় উপ-প্রধান তথ্য কর্মকরতা মো. সাঈদ হাসান, সাংবাদিক ওসমান মো. জাহাঙ্গীর, কমল চক্রবর্তী বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন লোকাল রাইটস প্রোগামের ব্যবস্থাপক এবং সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ।

সভায় বক্তারা বলেন, ‘সুন্দর ও সুশৃঙ্খল দেশ গঠনে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যম যদি শক্তিশালী হয় তবে গণতন্ত্রও শক্তিশালী হবে। সাংবাদিকতা হতে হবে সত্য ও বস্তুনিষ্ঠতার ওপর ভিত্তি করে। সাংবাদিকদের কলম যত মুক্ত ও স্বাধীনভাবে চলবে ততই গণতন্ত্র মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে।’

সারাবাংলা/আরডি/এসআর

আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর