Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ২ যুবককে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২০:১০ | আপডেট: ৮ মে ২০২৫ ২২:৩৩

ঢাকা: রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেফতারের পর কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লালবাগ থানাধীন আজিমপুর চৌরাস্তায় এলাকায় কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে চালক শুভকে সিগন্যাল দিয়ে থামান এবং তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র প্রদর্শন না করে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে তাদের সঙ্গে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। বিষয়টি নারী সার্জেন্ট তাৎক্ষণিকভাবে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন।

তালেবুর রহমান জানান, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল পৌনে ৫টার দিকে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং থানা হাজতে পাঠান। পরবর্তীতে উক্ত নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/এমএইচ/এইচআই

ট্রাফিক সার্জেন্ট পুলিশ সার্জেন্ট যুবককে কারাদণ্ড সার্জেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর