ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
৮ মে ২০২৫ ২১:৩৯ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫৩
ভারত শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার (৮ মে) দ্যা টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান দাবি করেছে, তারা বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্তে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে এবং সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
এদিন সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তুয়াল্লাহ তারার বলেছেন, আমরা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছি এবং সীমান্তে তাদের সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।
এর আগে বুধবার (৭ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহতের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন।
পাকিস্তান আরও দাবি করেছে—ভারতের পাঠানো ২৫টি ইসরায়েল নির্মিত কামিকাজে ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।
ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্তে গোলাবর্ষণে এখন পর্যন্ত দেশটির একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সারাবাংলা/এইচআই