‘চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে’
৮ মে ২০২৫ ২২:১০ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫২
টাঙ্গাইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে। তা বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীরা মেনে নিবে না। আগে প্রয়োজনীয় সংস্কার তারপরে জাতীয় নির্বাচন হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক জনসভায় তিনি এসব কথা বলেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা প্রতিবেদন এবং নারী কমিশন বাতিলসহ নানা দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সন্তানহারা মায়েরা আর্তনাদ করছেন, মায়ের আর্তনাদ শেষ হয়নি। মুগ্ধের পানি- পানি শব্দ কান থেকে যায়নি। আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকে গুলি নিয়েছিলো সেই দৃশ্যও চোখ থেকে যায়নি। আর সেখানে এক দল চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলে নেমেছে। দেশের লাখ লাখ মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন। অনেক সাংবাদিক প্রাণ দিয়েছেন। তারপরও চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে বলেছেন, ‘আপনারা গণঅভ্যুত্থানের ফসল। স্বাধীনতার পর এত জনসমর্থন নিয়ে কেউ ক্ষমতায় যায়নি। এত সমর্থন পেয়েও বিভিন্ন ক্ষেত্রে আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন।’
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মনতাছির আহমাদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া।
সারাবাংলা/এসআর
ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম