Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও নিয়োগ, আপত্তি শহিদ ইয়ামিনের বাবার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২২:২১

আপত্তি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ইয়ামিনের বাবা

ঢাকা: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পদত্যাগের পর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। কিন্তু নতুন সিইও নিয়োগের ব্যাপারে আপত্তি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ইয়ামিনের বাবা।

বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে নতুন সিইও নিয়োগের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন সিইও নিয়োগের বিষয়টি জানানোর পর সংবাদ সম্মেলনে বিরোধিতা করে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ইয়ামিনের বাবা। তিনি বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহিদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে।

জানা যায়, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন।

এদিন, রাতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি।

পদত্যাগের বিষয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়। সে সময় শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

গণঅভ্যত্থান জুলাই ফাউন্ডেশন শহিদ ইয়ামিন সিও নিয়োগ