Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২২:৫৭

ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থী। এই ঘটনায় ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রুহিত শিকদার অষ্টম শ্রেণির ছাত্রীদের বিদ্যালয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ আকার-ইঙ্গিত করে আসছেন তিনি। গত কয়েক দিন আগে তাকে সরাসরি কুপ্রস্তাব দেন। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে বললে তা ক্ষোভে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সদরপুর থানা অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্ত সহকারী শিক্ষক রুহিত শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন জানান, শিক্ষক রুহিত শিকদারের বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতি ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তারা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী বাদী হয়ে সদরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত মোতাবেক এরিমধ্যে শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি জাকিয়া সুলতানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর কাছ থেকে দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

কুপ্রস্তাব ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে অব্যাহতি শ্লীলতাহানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর