যার এজেন্ডায় আ.লীগ নিষিদ্ধের বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই: হাসনাত
৮ মে ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৩৮
ঢাকা: যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।’
তিনি বলেন, ‘মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মূল সমস্যা চিহ্নিত না করে, সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য যারা মাহফুজদের টার্গেট করছেন, আওয়ামী লীগ ফিরে আসার দায় নিতে হবে আপনাদেরও।’
সারাবাংলা/এমএইচ/এইচআই