Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ’

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এ কথা লিখেন।

আসিফ মাহমুদ লিখেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

গণহত্যাকারী আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীরা। এমনকি এই কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও।

সারাবাংলা/পিটিএম

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টপ নিউজ নিষিদ্ধ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ হতে যাচ্ছে