Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
সার্ক ফোয়ারার সামনে মঞ্চ, বড় জমায়েতের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১০:২০ | আপডেট: ৯ মে ২০২৫ ১৩:৫২

সকালে বিক্ষোভ মিছিল থেকে জমায়েতের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ্।

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ মে) জুমাআর নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে। এতে সব শ্রেনীর মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সকালে বিক্ষোভ মিছিল থেকে জমায়েতের ডাক দিয়ে হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ এখনো চলছে।

গভীর রাতে দেওয়া বক্তব্যে এনসিপীর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

গণ জমায়েত হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর