ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের রাতভর একাধিক হামলা
৯ মে ২০২৫ ১১:৩৪ | আপডেট: ৯ মে ২০২৫ ১৩:৫৪
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে। শুক্রবার (৯ মে) সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
পাকিস্তান ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। এছাড়াও এফ-সিক্সটিনসহ দুটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে দেশটির গণমাধ্যম। হামলার আশঙ্কায় ১৫ শহরে ব্ল্যাক আউট করা হয়েছে।
তবে হামলার দাবি অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পক্ষে জানানো হয়, সীমান্তে ভারতের ৪০ থেকে ৫০ সেনা নিহত হয়েছে। সিএনএন, এনডিটিভিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র সিএনএনকে জানিয়েছে, পাকিস্তান থেকে ভারত-শাসিত কাশ্মীরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিট এগুলোকে বাধা দিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাঞ্জাব রাজ্যের পাঠানকোটও হামলার মুখোমুখি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত মাসে কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে বুধবার ভারত পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানোর পর থেকে দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়। যেখানে তারা বলেছিল যে ইসলামাবাদ জড়িত ছিল।
পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও উভয় দেশই সীমান্তের ওপারে গুলিবর্ষণ করেছে। একে অপরের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, সহিংসতায় প্রায় ৫০ জন মানুষ মারা গেছে।
সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সেনারা কাশ্মীরে দেশটির ডি-ফ্যাক্টো সীমান্তে অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ভারতের বিবৃতির বিষয়ে পাকিস্তানের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইসলামাবাদ এর আগে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহর, কাশ্মীর উপত্যকার শ্রীনগর এবং রাজস্থান রাজ্যের জয়সলমেরে হামলার কথা অস্বীকার করে বলেছিল যে অভিযোগগুলি ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’।
সারাবাংলা/এমপি