Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান সংঘাত আমেরিকার কোনো বিষয় না: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৫ ১২:৪৬ | আপডেট: ৯ মে ২০২৫ ১৬:১০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘এই সংঘাত মূলত আমেরিকার কোনো বিষয় নয় এবং যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে না।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমরা কেবল উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের জন্য উৎসাহিত করতে পারি, কিন্তু এমন একটি যুদ্ধে জড়াবো না, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং যার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থের সরাসরি কোনো সম্পর্ক নেই।’

বিজ্ঞাপন

ভ্যান্স আরও বলেন, ‘আমরা আশা করি এবং বিশ্বাস করি এটি কোনো বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে না, আর ঈশ্বর না করুন, পারমাণবিক সংঘাতে গড়াবে না। এখনই এ রকম কিছু ঘটার আশঙ্কা আমরা করছি না।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে চলমান সংঘাতমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘দুই দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই তারা নিজেদের মধ্যে সমাধানে পৌঁছাক। যদি আমি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে আমি প্রস্তুত।’

মার্কিন প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ভ্যান্স বলেন, ‘আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলার অধিকার রাখে না, যেমনটি পাকিস্তানকেও বলা যায় না। আমরা কূটনৈতিক পথেই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।’

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ভারত ও পাকিস্তান উভয়কেই সতর্কতা ও সংযমের আহ্বান জানিয়েছে।

সারাবাংলা/এনজে

আমেরিকা জেডি ভ্যান্স ভারত-পাকিস্তান সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর