Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জিয়া যাচ্ছে ইসির প্রতিনিধিদল

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৯ মে ২০২৫ ১৬:১০

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎আন্তর্জাতিক নির্বাচন সংস্থা ইলেকশন ম্যানেজমেন্ট বডিসের (ইএমবিএস) নির্বাচনি অপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য দুই সদস্যের একটি প্রতিনিধি দল জর্জিয়া পাঠাচ্ছে সংস্থাটি।

‎বৃহস্পতিবার (৮ মে) ইসির সহকারি সচিব সৈয়দ গোলাম রাশেদের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

‎অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিসের (ইএমবিএস) নির্বাচনি অপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিতে দুই সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. ফারুক আহমেদ।

‎তার সঙ্গে থাকবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। সভাটি ৫ ও ৬ জুন জর্জিয়ার কাখেতিতে অনুষ্ঠিত হবে।

‎এর আগেও, বিভিন্ন সময় নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে জর্জিয়ার নির্বাচন কমিশন আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়েছে ইসির প্রতিনিধিদল।

‎জানা গেছে, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী অংশ নেবে। বিভিন্ন সংস্থার সহায়তায় জর্জিয়া নির্বাচন কমিশন প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

‎‎সারাবাংলা/এনএল/এমপি

ইসি জর্জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর