Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরির সুযোগ ‎

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৪:০৭ | আপডেট: ৯ মে ২০২৫ ১৪:০৯

চট্টগ্রাম বন্দর। ছবি: সারাবাংলা

ঢাকা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ‘ইক্যুপমেন্ট কাম মটর ড্রাইভার’ পদে ২৮ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


‎প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

‎পদের নাম: ইক্যুইপমেন্ট কাম মটর ড্রাইভার;

‎পদসংখ্যা: ২৮টি;

‎বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

‎চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

‎প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

‎কর্মস্থল: চট্টগ্রাম;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের (১৫ জুন ২০২৫ তারিখে) মধ্যে হতে হবে।

আবেদনের যোগ্যতা:

‎*অষ্টম শ্রেণি পাস হতে হবে (এসএসসি পাস হলে অগ্রাধিকার পাবেন)

‎*ভারী যানবাহন চালনায় ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


‎আবেদন:

‎আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

https://cpa.portal.gov.bd/sites/default/files/files/cpa.portal.gov.bd/common_document/9238cf77_59c5_40cc_ba2b_8008944aef58/2025-04-30-08-18-87534cbc6343a6acb0cadaaf02d7d6e5.pdf

আবেদন ফি:

‎অনলাইনে pay now অপশন ক্লিক করে আবেদন ফি বাবদ ১০০ টাকা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

‎আবেদনের শেষ সময়: আগামী ১৫ জুন ২০২৫, রাত ১২টা।

‎ সারাবাংলা/এনএল/এসডব্লিউ

চট্টগ্রাম বন্দর নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর