Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৪:৪২ | আপডেট: ৯ মে ২০২৫ ১৬:১০

ঢাকা: প্রায় ১২ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন।

শুক্রবার (৯ মে) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার একটি দল উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহীনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। এ দলের সদস্যরা সবাই ডিএমপিতে নতুন যোগদান করেছেন বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।

বিজ্ঞাপন

তিনি নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এরইমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নিখোঁজ সুমনকে গ্রেফতার করতে রাজধানীর তেজগাঁওয়ে তার বাসায় যায় তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ। আজ শুক্রবার সংশ্লিষ্ট এসআই মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করেছে ডিএমপি।

ডিএমপি বলছে, ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আন্তরিক দুঃখপ্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

এদিকে, ভাইকে ফিরে পেতে এমন গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

সারাবাংলা/ইউজে/এমপি

গুম ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর