Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৫:৪০ | আপডেট: ৯ মে ২০২৫ ১৫:৪২

গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী।

ফরিদপুর: জেলার বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মীকে আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আজ (শুক্রবার) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন-বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া (৩৮)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়াকে (৩৮) গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৫ নেতাকে যার যার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, সদ্য আলফাডাঙ্গা থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় দুই থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই বোয়ালমারী উপজেলার বাসিন্দা। অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

৫ নেতা-কর্মী গ্রেফতার আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর