সংঘাতের জের সোশ্যালেও, মাহিরা-হানিয়াদের দেখতে পাবে না ভারতীয় ভক্তরা
৯ মে ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৯ মে ২০২৫ ১৮:৪৯
ভারত-পাকিস্তানের সংঘাত এখন মূল ভূখণ্ড পেরিয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। এই সংঘাত যেন বাধা হয়ে দাঁড়িয়েছে দুই দেশের তারকা-ভক্তদের মাঝে। এরই প্রেক্ষিতে শনিবার (৯ মে) ভারতের যোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানি অভিনেতা, সংগীতশিল্পী, ক্রীড়াবিদ ও বিনোদন চ্যানেলগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ব্লক (নিষিদ্ধ) করা হয়েছে। একই সঙ্গে স্থগিত হয়েছে ডাক পরিষেবা এবং নিষেধাজ্ঞা জারি হয়েছে সামুদ্রিক বাণিজ্যে।
২২ এপ্রিলের হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহতের ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানের উপর হামলার দায় চাপালেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও বেড়েছে।
ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে আসা যেকোনো ধরনের চিঠি ও পার্সেল এখন থেকে স্থল ও আকাশপথে গ্রহণ করা হবে না। ভারতের জাহাজ পাকিস্তানে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোকেও ভারতীয় বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভারতের পক্ষ থেকে যেসব পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক বা নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন-
- সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খান
- গায়ক আতিফ আসলাম, আলি জাফর, মোমিনা মুস্তেহসান
- অভিনেতা ফাওয়াদ খান, ইমরান আব্বাস, সাজল আলী
- অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির, সানাম সাঈদ, ইকরা আজিজ, মানশা পাশা, উষ্ণা শাহ
- ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম
- অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট আর্শাদ নাদিম

ভারতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ইন্সটাগ্রাম ব্যান হওয়ার পর পোস্ট।
ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে গিয়ে বার্তা পাচ্ছেন- ‘আপনার দেশে এই ব্যবহারকারী উপলব্ধ নয়। একটি আইনি অনুরোধের ভিত্তিতে অ্যাক্সেস সীমিত করা হয়েছে।’

অ্যাকাউন্ট ব্যান হওয়ার পর পাকিস্তানি গায়ক আসিম আজহারের পোস্ট।
এছাড়া পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিউম টিভি, জিও এন্টারটেইনমেন্ট এবং এআরওয়াই ডিজিটাল-এর সোশ্যাল মিডিয়া পেজ ভারত থেকে এখন আর দেখা যাচ্ছে না।
এর আগে, ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়, যার মধ্যে ছিলো সংবাদমাধ্যম ডন এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে।
পাকিস্তানের পালটা ব্যবস্থা
এদিকে পাকিস্তানও পালটা ব্যবস্থা গ্রহণ করেছে। পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) জানিয়েছে, দেশটির এফএম রেডিও স্টেশনগুলোতে ভারতীয় গান সম্প্রচার বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
দুই দেশের মধ্যে রাজনীতির টানাপোড়েনের ঘটনা নতুন নয়। কিন্তু এই সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সংস্কৃতি ও বিনোদন ভিত্তিক সংযোগেও আঘাত হেনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সারাবাংলা/এনজে