Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৬:১৭

ঘটনাস্থলে নিহত সালমানের মরদেহ।

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুকবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার ফোনে কল দিলে তা বন্ধ পায়।

শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমানের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমার পুলিশ ফোর্সসহ আমি নিজেই এসেছি। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর
হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিবেশ শান্ত আছে। এছাড়া ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার