নোয়াখালীতে আ. লীগ নেতাসহ গ্রেফতার ১৫
৯ মে ২০২৫ ১৭:১০
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিরতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) বিকেলে গ্রেফতারদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরণ (৬৪) ও জিরতলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজন প্রকাশ রাজু (৩২)’সহ ১৫জন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একাধিক দল। রাত দেড়টার দিকে প্রথমে কুতুবপুর থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হিরণকে। পরে শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত পৃথকস্থান থেকে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান তথ্যগুলো নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি দেশীয় অস্ত্র।
সারাবাংলা/এনজে