আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করল ছাত্র-জনতা
৯ মে ২০২৫ ১৭:১০
ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, অবরোধ কর্মসূচিতে ছাত্র জনতার পাশাপাশি জুলাই আগস্টে নিহতদের পরিবার ও আহতরা অংশ নিয়েছেন। এসময় তারা ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’; ‘লীগ ধরো, জেলে ভরো’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’; ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিন, দুপুর আড়াইটার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে সমাবেশ শুরু হয়। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। আর এই সমাবেশ থেকেই আজ বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ অবরোধের ঘোষণা দেওয়া হয়।
সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই সমাবেশের ডাক দেন। তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।
এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর সেটি রূপ নেয় সমাবেশে। আর এই সমাবেশ থেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা আসে।
সারাবাংলা/এমএইচ/এসআর