Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৮:০৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুলিশকে মারধর করে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান। এর আগে, বুধবার (৮ মে) রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে

মামলার অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই (নিরস্ত্র) রঞ্জু মিয়া, এএসআই মাইদুল ইসলাম ও কনস্টেবল ইউনুছ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি শাহজাহান ওরফে শাহজাহান মংলুকে গ্রেফতার করে।

এমন সময় মামলার আসামি সজল (২৫), হুমায়ুন (২২), রজমান (৫৫), বাদশা মিয়া (৩৫), শাহজাহান ওরফে শাহজাহান মংলু (৪১), আকতার (৪৮), আমিরুল ইসলাম (৫৫) সহ অজ্ঞাত ১৫-২০ জন দলবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই মাইদুল ইসলাম ও রঞ্জু মিয়া গুরুতর আহত হন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এসআর

আসামি ছিনতাই ঠাকুরগাঁও পুলিশকে মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর