Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮২ সদস্যের সমন্বয়ে ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৯ মে ২০২৫ ২২:১১

‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-এর আত্মপ্রকাশ।

ঢাবি: জাতীয় নাগরিক কমিটি থেকে আসা নেতৃবৃন্দসহ ৮২ সদস্যের সমন্বয়ে নতুন রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-এর আত্মপ্রকাশ হয়েছে।

এ আহ্বায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক, আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে সংগঠক এবং শাহরীন ইরাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ওসমান পাটোয়ারীর বাবা শফিউল আলম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা অংশ নেন। এ সময় আহত এবং শহিদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া- এই চার বিষয় সামনে রেখে কাজ করার কথা জানিয়ে আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাইকে কেন্দ্র করেই আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। জুলাইয়ের শপথে আমরা আজ শপথ নিচ্ছি। শহিদ পরিবারের প্রতি আমাদের শপথ তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের রাজনীতি। এছাড়া অন্য কোনো রাজনীতি আমরা করব না। তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘মূলত এটা একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা এটার প্রয়োজনীয়তা মনে করেছি এজন্য যে, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মানুষের মধ্যেও একটা হতাশা তৈরি হচ্ছে। এই অভ্যুত্থানকে আমরা যদি ডেলিভার্ট রাখতে না পারি তাহলে নতুন রাজনীতি বলতে আমরা যা বুঝেছি তা আর পরিণত হবে না। সুতরাং আমরা মনে করেছি জুলাইয়ের স্পিরিটকে কেন্দ্র করে জুলাইয়ের দাবিকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কার্যত অবস্থান নিতে চাই।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।’

সারাবাংলা/কেকে/এনজে

আত্মপ্রকাশ আপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর