আত্মপ্রকাশ করেই আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ‘আপ বাংলাদেশ’
৯ মে ২০২৫ ১৯:২২ | আপডেট: ৯ মে ২০২৫ ১৯:২৮
ঢাবি: আত্মপ্রকাশ করেই নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে যোগ দিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীরা। শাহবাগে রাস্তায় আদায় করলেন মাগরিবের নামাজ।
শুক্রবার (৯ মে) বিকেল ৬ টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে ছাত্রজনতার অবরোধ আন্দোলনে যোগ দেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে নতুন প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ‘আপ বাংলাদেশ’।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা দেন শহিদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান। কমিটিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন— প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।
এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখনো অনড় আন্দোলনরতরা। যমুনার সামনে জুমার নামাজ আদায়ের পর এবার শাহবাগে রাস্তায় তারা আদায় করলেন মাগরিবের নামাজ। নামাজ পরবর্তীতে ব্লকেড কর্মসূচি চলমান রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) মধ্য রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। রাতভর আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর শুক্রবার বিকেলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাইয়ের বিপ্লবে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
সারাবাংলা/কেকে/এইচআই