Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২০:০৩ | আপডেট: ৯ মে ২০২৫ ২৩:৫৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপ প্রবাহের কবলে পড়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।

শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বিকেলে আর্দ্রতা ছিল বাতাসের ২৪ শতাংশ ও সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা একই রেকর্ড করা হলেও বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ, দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ।

বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড