Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২০:৫৭ | আপডেট: ৯ মে ২০২৫ ২১:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩ দফা দাবি তুলে ধরেন।

নাহিদ ইসলামের তিন দফা—

  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
  • জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নানা শ্রেণির মানুষ। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে আন্দোলন করেন ছাত্র-জনতা, পরে তারা জড়ো হয়েছেন শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ কর্মসূচিতে যোগ দিয়েছেন অনেক রাজনৈতিক দলও।

এর আগে, দুপুর পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

সারাবাংলা/এনএল/এইচআই

আওয়ামী লীগ এনসিপি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর