জেলের জালে ৩০ কেজি ওজনের কচ্ছপ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২১:২৯
৯ মে ২০২৫ ২১:২৯
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা ইছামতি নদীতে ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়েছে। জেলেদের পেতে রাখা মাছ ধরার জালে ধরা পড়ল বিশাল আকৃতির এই কচ্ছপ।
শুক্রবার (৯ মে) দুপুরে দেবহাটার বসন্তপুর স্লুইস গেট সংলগ্ন নদীতে কচ্ছপটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, দেবহাটা গ্রামের শামছুর রহমানের ছেলে বাবু ইছামতি নদীতে জাল ফেলেন। সকালে মাছ ধরার জন্য ফাঁদ পাতা জালে আটক পড়ে কচ্ছপটি। দুপুরে জাল উঠাতেই দেখেন প্রায় ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ। বিকালে জেলে কচ্ছপটিকে বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যায়। এসময় উৎসুক মানুষ কচ্ছপটি দেখতে ভিড় করে। তবে কচ্ছপটি মারা যাওয়ার কারণে বিক্রয় হয়নি বলে জানা গেছে।
জেলের জালে ধরা পড়া ওই কচ্ছপ কিভাবে মারা গেছে তা জানা যায়নি।
সারাবাংলা/এসআর