গাইবান্ধা: গাইবান্ধা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে আদালতের মাধ্যম্যে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।