নোয়াখালীতে ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত, আটক ১
৯ মে ২০২৫ ২২:৪৯ | আপডেট: ১০ মে ২০২৫ ০৩:৪৪
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আটক করা হয়েছে ট্রাক চালককে।
শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার আবদুর রহমানের স্ত্রী জামিনা সুলতানা ইনু (২০) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)। আহত হয়েছেন নিহতের স্বামী অটোরিকশাচালক আবদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে আবদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে নিজের সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী যাচ্ছিলেন। পথে আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশা ধুমড়ে-মুচড়ে যায়। এতে মা-মেয়ের মৃত্যু হয়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মা-মেয়ে দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর