Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ মুজিবের প্রতিষ্ঠিত কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২৩:১১ | আপডেট: ৯ মে ২০২৫ ২৩:১২

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান

ঢাকা: শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সেই কালো আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘সর্বপ্রথম আওয়ামী লীগ হত্যা বা ধ্বংস করেছিলেন শেখ মুজিবুর রহমান। কেননা দলটির কবর রচনার মাধ্যমেই তিনি বাকশাল কায়েম করে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতায় কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন। সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার উপাদান বিদ্যমান রয়েছে। আর এটি হলো আইনের ব্যাখ্যা। এবার সরকার কী করবে সেটি তারা সিদ্ধান্ত নেবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকূপা বণিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে জুলাই ৩৬ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন ৩০ হাজারের মতো মানুষ। এসব কিছুর পেছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তাই শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বা প্রণিত আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব। এজন্য বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় তাকিয়ে দেখতে হবে।’

বণিক সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, শৈলকূপা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার ড. ওয়ালিদ হাসান প্রমুখ।

সারাবাংলা/আরএম/এইচআই

অ্যাটর্নি জেনারেল আ.লীগ নিষিদ্ধ কালো আইন মোহাম্মদ আসাদুজ্জামান শেখ মুজিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর