Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২৩:২৮ | আপডেট: ৯ মে ২০২৫ ২৩:৩৬

ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

রাজবাড়ী: রাজবাড়ীতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় রেলগেট শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, ইসলামি ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সংগঠনের নেতারা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘গোলামী না আজাদী? আজাদী আজাদী’, ’জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার ভাই কবরে-খুনি কেনো বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ক্ষমতা না জনতা-জনতা জনতা’, ‘আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন স্লোগান দেন তারা।

সারাবাংলা/এইচআই

অবস্থান কর্মসূচি আ.লীগ নিষিদ্ধ দাবি রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর