Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতার উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২২:৩৬

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা: শুরু হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫’। শনিবার (১০ মে) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং দেশে অসংখ্য জলাশয় রয়েছে। যে কারণে সাঁতার জাতীয় জীবনে নিবিড়ভাবে জড়িত। সেই জায়গা থেকে আমাদের সাঁতার প্রতিযোগিতায় ভালো করার অপার সম্ভাবনা রয়েছে। ট্যালেন্ট হান্ট একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ এবং সম্ভাবনাময়ী খেলোয়ার খুঁজে পাই। যাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফেসিলিটিজ দেওয়ার মাধ্যমে উপযুক্ত করা হবে যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন; দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারেন। খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকারের সহযোগিতা প্রদানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচেষ্ট আছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। বিগত সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করার কারণে ক্রীড়াক্ষেত্রে অসামান্য ক্ষতি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিরাজনীতিকরণ এই সরকারের একটি গুরুত্বপূর্ণ পলিসি। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অন্তত আমি যে কয়দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবো, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিকরণের কোনো সুযোগ দেওয়া হবে না। জবাবদিহিতার মাধ্যমে ক্রীড়ার উন্নতি বাস্তবায়ন করব। আগামী অর্থবছর থেকে ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসআর

প্রতিযোগিতার উদ্বোধন সুইমিং সেরা সাঁতারু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর