ফরিদপুর: বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পৌঁছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মূখ্য সংগঠক আনিসুর রহমান সজল, জাহিদুল ইসলাম রতনসহ অন্যান্যরা।
বক্তারা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ এবং আগামী ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানায় তারা। আওয়ামীলীগের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে স্থায়ীভাবে আওয়ামীলীগ নিষিদ্ধ হবে বলে তারা প্রত্যাশা করে ও দাবি করে।