Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ১১ মে ২০২৫ ১২:৩৯

মরদেহ। প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে হিটস্ট্রোকে নুরুল হক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি জেলার মাটিরাংগা উপজেলার বেলছড়ি ওর্য়াড যুবদলের সদস্য। বিষয়টি নিশ্চিত করেন জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ।

শনিবার (১০ মে) রাতে তিনি মারা যান।

জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ জানান, যুবদল নেতা নুরু চট্টগ্রামে অনুষ্ঠিত তারণ্যের সমাবেশ শেষে বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে স্ট্রোক করেন। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

মাটিরাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে মারা গেছেন নুরুল। তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

মাটিরাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এমপি

মরদেহ যুবদল নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর