খুলনা: গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর খুলনায় ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা।
এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই;- ইত্যাদি স্লোগান দিয়ে খুলনার শিববাড়ি মোড়ে আনন্দ মিছিল করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।