Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১১:৩৪ | আপডেট: ১১ মে ২০২৫ ১১:৫৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

ঢাকা: ‎গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎রোববার ১১ মে গণমাধ্যমকে এ তথ্য জানান সিইসি।

‎তিনি জানান, গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে। কাল গেজেট হলে কালই সিদ্ধান্ত নেয়া হবে।

‎এ সময় সিইসি আরো বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো।

‎কমিশনের সবার সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে। সিইসি আরও বলেন, আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
‎‎
‎উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শনিবার (১০ মে) রাত ১১ টা পর্যন্ত ৪৯ ঘণ্টার আন্দোলন করেন ছাত্র-জনতা। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তীতে শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) থেকে শাহবাগ অবরোধের পর রাত ১১ টায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সে সময় আইন উপদেষ্টা আসিফ নজরল জানিয়েছিলেন, সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

আওয়ামী লীগের নিবন্ধন ইস্যু প্রধান নির্বাচন কমিশন (সিইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর