Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আ.লীগের কার্যক্রম বন্ধ রাখতে চিঠি দেবে বিটিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১২:১০ | আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৩৭

ঢাকা: আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজসহ অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করতে মেটাসহ বিভিন্ন প্ল্যাটফর্মকে চিঠি দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমেদ বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।

এর ফলে শুধু অফলাইনে নয়, অনলাইন জগতেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এমপি

আওয়ামী লীগ পেজ বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর