Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১২:২৮ | আপডেট: ১১ মে ২০২৫ ১৪:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ।’

শনিবার (১০ মে) এনসিপির ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সাধুবাদ জানান।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।’

উল্লেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরপরই নাহিদ ইসলাম সাধুবাদ জানিয়ে এই পোস্টটি দেন।

সারাবাংলা/এফএন/এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর