Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কিন্তু আমরা জিতেছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৪৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার (১১ মে) ভারতের বিরুদ্ধে ‘অপ্ররোচিত ও অন্যায় যুদ্ধ’ পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন এবং দাবি করেছেন যে এই যুদ্ধে পাকিস্তান জয়লাভ করেছে। সংবাদমাধ্যম ‘আজারনিউজ’-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শরিফ বলেন, ‘ভারত খোলাখুলি আগ্রাসন চালিয়েছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করেছি। তাদের ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, তবে দেশ রক্ষায় আমরা যেকোনো কিছু করতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন, ভারতের লজ্জাজনক পদক্ষেপের জবাব তারা দক্ষতার সঙ্গে দিয়েছে। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য তিনি সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন।

শরিফ বলেন, ‘আমাদের হামলায় শত্রুর বিমান ঘাঁটি ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। তাদের রাফাল যুদ্ধবিমান আমরা ভূপাতিত করেছি। এটি পাকিস্তানের জনগণের বিজয়।’

এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তা বন্ধ করার আহ্বান জানান। তবে শেহবাজ শরিফ তার বক্তব্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মার্কিন ভূমিকার কথা উল্লেখ করে শরিফ বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ ওয়াশিংটন এই যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

বিজ্ঞাপন

শেহবাজ শরিফ বিশেষভাবে চীন, তুরস্ক এবং মুসলিম ভ্রাতৃত্ব জাতিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি হৃদয়ের গভীর থেকে চীনের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সারাবাংলা/এনজে

পাকিস্তান প্রধানমন্ত্রী ভারত যুদ্ধবিরতি

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর