Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা ইমিগ্রেশন পুলিশের জালে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৬:০১ | আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৪৪

গ্রেফতার গোলাম মর্তুজা

চুয়াডাঙ্গা: ভারত যাওয়ার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা (৭২) ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়েছেন।

রোববার (১১ মে) সকাল ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এএসআই তারেক জানান, গোলাম মর্তুজা বৈধ পাসপোর্টে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতার গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রয়েছে। মামলা তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গোলাম মর্তুজা ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এসআর

গ্রেফতার চুয়াডাঙ্গা সাবেক উপজেলা চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর