Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৭:৪৯

জেলা জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল।

পঞ্চগড়: জুলাই গণহত্যার দায়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে পঞ্চগড়ে আনন্দ মিছিল করা হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার পঞ্চগড় ডায়াবেটিকস সমিতির সামনে থেকে একটি শোকরানা ও আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় শোকরানা ও আনন্দ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণহত্যায় আওয়ামী লীগ দুই হাজার আলোর অধিক ছাত্রজনতাকে হত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ৫ মে হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে পাখির মত হত্যা করেছে। অবিলম্বে তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘দ্রুত মৌলিক সংস্কার শেষে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর যেন কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ ও চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।’

সারাবাংলা/এনজে

আওয়ামী লীগ নিষিদ্ধ আনন্দ মিছিল জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর