Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সঙ্গে বাম ঐক্য ও নেজাম-ই ইসলাম পার্টি’র বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৮:১৫

জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ইউনাইটেড গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি’র সঙ্গে আগামীকাল (সোমবার) বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (১১ মে) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার জাতীয় সংসদের এলডি হলে সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য এবং বিকাল ৩টায় বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি’র সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

‎উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন।

গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি বৈঠক

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর