ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার ১২ বছর বয়সের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) দুপুরে ভুক্তভোগির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
ওসি বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যায় শিশু গৃহকর্মী। গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুর বাবা।
শিশুর বাবা মামলার এজহারে উল্লেখ করেছেন, তার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তির বাসায় মেয়েকে কাজে দেন। পরে তার মেয়ের সঙ্গে ফোনে কথা বললে ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করবে না। এরপর তাকে বাসায় নিয়ে এলে ধর্ষণের বিষয়টি জানায়।