খাগড়াছড়ি: জেলার দিঘীনালায় ক্রেতা সেজে পাঁচটি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।
রোববার (১১ মে) দুপুরে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকা থেকে ৫টি টিয়া পাখি উদ্ধার করার পাশাপাশি বিক্রেতা মো. হাফিজুর রহমান (৩০) নামক এক ব্যাক্তিকে আটক করেন।
আটক ব্যক্তি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্যা এলাকার বাসিন্দা।
এ সময় মোবাইল কোট বন্য পাখি রাখার অভিযোগে হাফিজুর রহমান নামক এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই সাজা প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান, হাজাছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ ও মো. আব্দুল কুদ্দুস বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন।
এরপর ক্রেতা সেজে ঘটনাস্থলে গিয়ে পাখিগুলো উদ্ধার এবং বিক্রেতা হাফিজুরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে কোর্ট পরিচালনা করেন।