ঢাকা: দেশের নীটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। প্রায় এক যুগ পরে ৩৫ পরিচালক পদে এবারের নির্বাচনে ৩৮ জন প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ৩ প্রার্থীর কেউ জিততে পারেন নি।
শনিবার (১০ মে) রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ’র নিজস্ব কার্যালয়ে সংগঠনটির ভোট অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংগঠনটির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোটের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনে ভোটার ছিলেন ২৭২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোটের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ভোটার ২২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। ভোট দিয়েছেন ৫৭ জন। চট্টগ্রাম জোনে ভোট পড়ার হার ৭৫ শতাংশ।
প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স এর প্রার্থীরা ছিলেন মোহাম্মদ হাতেম, আহসান খান চৌধুরী, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন। মোহাম্মদ হাতেমের নেতৃত্বে এই প্যানেলের সবাই জয়ী হয়েছেন।
৩৫ পরিচালক পদে ৩৮ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩ জন। তারা হলেন- বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরে বিকেএমইএ’র সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহ-সভাপতিসহ ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।