ঢাকা: ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১১ মে) শাহবাগে পিজি হাসপাতালে গিয়ে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
পিজি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সালমানের উন্নত চিকিৎসা শুরুর ব্যবস্থা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ পিজি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।
উল্লেখ্য, ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। একটা বুলেট তার অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভেতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশন করা হয়। কিন্তু, স্পাইনাল কর্ডে আটকে যাওয়া বুলেট আর বের করা সম্ভব হয়নি।