Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ২২:০৮

অভিযুক্ত হারুনুর রশিদ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হারুনুর রশিদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া। এর আগে শনিবার (১০ মে) ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত হারুনুর রশিদ দীঘিনালার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ আলী সওদাগরের ছেলে।

জানা গছে, অভিযুক্ত হারুন ভিকটিমের ভাইয়ের বন্ধু হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত শনিবার সকালে হারুন ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ওসি মো. জাকারিয়া বলেন, ধর্ষণের অভিযোগে গৃহবধূ থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

খাগড়াছড়ি গৃহবধূকে ধর্ষণ দীঘিনালা ধর্ষণ যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর